Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) এর অধীন কাস্টমস্ ও মূল্য সংযোজন কর বিভাগের সম্প্রসারণ, সংগঠন-জনবল ও লজিস্টিক বৃদ্ধি/যৌক্তিকীকরণ এর লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ(আইআরডি), অর্থ মন্ত্রণালয় এর ২৫.০৮.২০১১ খ্রি. তারিখের আদেশের মাধ্যমে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর অধিক্ষেত্রাধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়ীয়া এই ৬টি প্রশাসনিক জেলার ভৌগোলিক এলাকা নিয়ে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কুমিল্লা কমিশনারেট গঠিত হয়। এই নতুন গঠিত কমিশনারেটে চাঁদপুর জেলার প্রশাসনিক এলাকায় সহকারী কমিশনার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর ২০.১২.২০১১ খ্রি. তারিখ যোগদানের মাধ্যমে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট,চাঁদপুর বিভাগীয় অফিস হিসাবে কার্যক্রম শুরু করে। চাঁদপুর সদর এবং হাজীগঞ্জ সার্কেল নিয়ে অত্র বিভাগ রাজস্ব আহরনে নিরলস প্রচেস্টা চালিয়ে যাচ্ছে। সরকারের এই সেবার বহুমুখীকরণ ও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌছে দেবার সুযোগ নিয়ে এতদ্অঞ্চলের ব্যবসায়ী এবং আপামর জনসাধারণ আরো অধিক পরিমাণে উপকৃত হতে পারবেন। পাশাপাশি সরকারি সিন্ধান্ত, আইন ও বিধি-বিধান বাস্তবায়নসহ সরকারি রাজস্ব(কর) আহরণপূর্বক রাষ্ট্র আরো অধিক জনকল্যণমূখী হয়ে উঠতে পারে।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট, চাঁদপুর বিভাগ এর প্রধান কার্যাবলীঃ

১। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে)আহরণ।

২। শুল্ক, আবগারী ও মূল্য সংযোজন কর আহরন সম্পর্কিত দিক-নির্দেশনা।

৩। মূল্য সংযোজন কর নির্ণয়ে মূল্য ভিত্তি অনুমোদন।

৪। কর ফাঁকি রোধে এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিবারক কার্যক্রম পরিচালনা।

৫। সম্মানিত করদাতাদের ভ্যাট সংক্রান্ত বিষয়াদি জ্ঞাত করণার্থে প্রশিক্ষন দান।